- বাংলাদেশ
- খালেদা জিয়ার ভাইরাল হওয়া রিপোর্টটি ‘ভুয়া’, ডা. জাহিদের দাবি
খালেদা জিয়ার ভাইরাল হওয়া রিপোর্টটি ‘ভুয়া’, ডা. জাহিদের দাবি

খালেদা জিয়া, ছবি রয়টার্স
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দাবি করেছেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষার যে রিপোর্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেটি ভুয়া। মূল রিপোর্ট পরিবর্তন করে এটি তৈরি করা হয়েছে।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টে জন্ম তারিখ লেখা রয়েছে ১৫ আগস্ট ১৯৪৬। আর যে রিপোর্টটি অনলাইনে ছড়ানো হয়েছে, সেখানে জন্ম তারিখ দেখা যাচ্ছে ৮ মে ১৯৪৬। এ ছাড়া ল্যাবএইড থেকে পাওয়া রিপোর্টের নম্বর ১২১০৫৯৫৮৩৫৮। আর যে রিপোর্টটি অনলাইনে ছড়ানো হয়েছে, সেটির নম্বর হচ্ছে ১২১০৫৯৫৮৫৩৫। তবে এতে ইনভয়েস নম্বর ও বারকোড একই।
মন্তব্য করুন