করোনাভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশে খুব বেশি ছড়ায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সরকার চিন্তিত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবকাঠামো থাকলেও দেশে টিকা তৈরিতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে।

চীন থেকে আনা করোনার টিকা আগামী ২৫ মে থেকে দেওয়া শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলেও এ সময় জানান তিনি।