- বাংলাদেশ
- করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ৬ জনের শরীরে, একজনের মৃত্যু
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ৬ জনের শরীরে, একজনের মৃত্যু

প্রতীকী ছবি
দেশে করোনার ‘ভারতীয় ভ্যারিয়েন্টে’ একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভারতফেরত ছয়জনের দেহে এই ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে। এছাড়াও দেশে বর্তমানে চারটি আলাদা ভ্যারিয়েন্ট সক্রিয় আছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
গত এপ্রিল মাসে ভারত থেকে আসা ২৬ জনের নমুনা পরীক্ষা করে ওই ছয়জনের শরীরে ভাইরাসের ওই ভারতীয় ভ্যারিয়েন্টটি শনাক্ত করা হয় বলে জানায় আইইডিসিআর। করোনাভাইরাসের এ ধরনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি 'সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ধরনটি। ভারতে প্রথম এ মিউট্যান্ট শনাক্ত হয়েছিল বলে একে ভারতীয় ধরন বলা হচ্ছে। ইতোমধ্যে অন্তত ৪৪টি দেশে করোনাভাইরাসের এ ধরনটি ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনটিকে চিহ্নিত করেছে 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' (ভিওসি) হিসেবে।
সম্প্রতি আইইডিসিআর, আইসিডিডিআর, বি ও আইদেশি এর সঙ্গে যৌথভাবে প্রায় ২০০ করোনাভাইরাসের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেশে চারটি ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা নিশ্চিত করা হয়েছে। সোমবার আইইডিসিআর এক প্রতিবেদনে জানায় দেশে সক্রিয় ভ্যারিয়েন্টগুলোর মধ্যে রয়েছে- বি.১.১.৭ (ইউকে ভ্যারিয়েন্ট), বি.১.৩৫১ (সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট), বি.১.৫২৫ (নাইজেরিয়া ভ্যারিয়েন্ট) এবং বি.১.৬১৭.২ (ভারতীয় ভ্যারিয়েন্ট)।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের সবাই গত ১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে পাশের দেশ ভারতে (চেন্নাই, বেঙ্গালুরু, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ) চিকিৎসার জন্য ভ্রমণ করেছিলেন। এই ছয় জনের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। এদের বয়স ৭ থেকে ৭৫ বছরের মধ্যে। এরা সবাই এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেন এবং বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন এবং তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন