- বাংলাদেশ
- সেতু বিভাগে নতুন সচিব
সেতু বিভাগে নতুন সচিব

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আবু বকর ছিদ্দীককে সেতু বিভাগের সচিব পদে বদলি করেছে সরকার। অন্যদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে আসা এ বি এম আজাদকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুজনের বদলি ও পদোন্নতি সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
৩১ মে সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন অবসর উত্তর ছুটি (পিআরএলে) যাবেন। এরপর নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীক যোগদান করবেন।
এছাড়াও আরেক আদেশে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসিকে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়।
মন্তব্য করুন