- বাংলাদেশ
- রোজিনা ইসলামের গ্রেপ্তার নিয়ে প্রতিবাদের ঝড়
রোজিনা ইসলামের গ্রেপ্তার নিয়ে প্রতিবাদের ঝড়

রোজিনা ইসলামকে নেওয়া হচ্ছে আদালতে- ফোকাস বাংলা
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হয়রানি-নির্যাতন এবং পরে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
মঙ্গলবার বিভিন্ন দল-সংগঠনের পৃথক সভা-সমাবেশ ও বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং এই ঘটনায় দায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার কণ্ঠরোধকারী অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা।
ন্যক্কারজনক এ ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নুরুল হাসান, সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ নেতারা, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন, গণফোরাম একাংশের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম. হাফিজউদ্দিন খান, সম্পাদক ড. বদিউল আলম মজুমদার; আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উই কেন) চেয়ারপারসন সুলতানা কামাল, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
রোজিনা ইসলামকে নির্যাতন-নিপীড়ন ও তার বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। জোট সমন্বয়ক নাসির উদ্দিন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তা বাড়ৈ, সুমাইয়া সেতু, মাসুদ রানা প্রমুখ। একই স্থানে ছাত্র ইউনিয়নের একাংশের বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগুর সঞ্চালনায় বক্তব্য দেন তামজিদ হায়দার চঞ্চল, রাগীব নাঈম, শিমুল কুম্ভকার প্রমুখ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকরা মানববন্ধন করেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের আরেকটি দল মাটিতে ক্যামেরা ও বুম রেখে এবং স্টেডিয়ামের টার্ফে হাঁটু গেড়ে বসে প্রতীকী কর্মবিরতি পালন করেন। এছাড়া ডিআরইউ চত্বরে মানববন্ধন করেছে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা। সংগঠনের সভাপতি মোজাম্মেল হক চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজম প্রমুখ।
বিনোদন অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রোজিনা ইসলামকে নিপীড়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, অভিনেত্রী জয়া আহসান, নাট্য ও চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত, নাট্যকার মাসুম রেজা, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী তানভীন সুইটি, চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতা বেলায়াত হোসেন মামুন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, নাট্য নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী শাহনাজ খুশি, কণ্ঠশিল্পী বেলাল খান, চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন, কণ্ঠশিল্পী কোনাল, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ, টেলিভিশন ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, নাট্য ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, রেদওয়ান রনি, আবু শাহেদ ইমন, দীপু হাজরা, রায়হান জুয়েল, অভিনেত্রী অরুণা বিশ্বাস, মেহের আফরোজ শাওন, ভাবনা, ইমন, মৌটুসী বিশ্বাস, সাইফুল রাজ, রাশেদ মামুন অপু, খায়রুল বাসার, ইমতিয়াজ বর্ষণ, কণ্ঠশিল্পী এলিটা করিম, মুহিন প্রমুখ।
পৃথক বিবৃতিতে আরও প্রতিবাদ জানিয়েছেন লেবার পার্টি, আইন ও সালিশ কেন্দ্র, মৌলিক অধিকার সুরক্ষা কমিটি, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, যুব মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), টেলিযোগাযোগ রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি), রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক), ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা, নারী মুক্তি সংসদ, নারীপক্ষ, শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ (এসআরএফবি), রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি), এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি), উদীচী শিল্পীগোষ্ঠী, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়া, প্রগতি লেখক সংঘ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, মিডিয়া এডুকেটরস, ডক্টরস প্ল্যাটফরম ফর পিপলস হেলথ, মুক্ত প্রকাশ এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
ঢাকার বাইরে মানবন্ধন, বিক্ষোভ: সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি
এবং তাকে হেনস্তার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও
বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকার বাইরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মঙ্গলবার চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, পাবনা, নারায়ণগঞ্জ, নোয়াখালী,
নেত্রকোনা, পঞ্চগড়, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরগুনাসহ বিভিন্ন জেলা-উপজেলায়
এসব কর্মসূচি পালিত হয়।
মন্তব্য করুন