- বাংলাদেশ
- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স আ’লীগের আলোচনা সভা
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স আ’লীগের আলোচনা সভা

ফাইল ছবি
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি এম এ কাশেম। সভা সঞ্চালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সিলেট-২ আসন এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম এ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আফজাল হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যার সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে ছিলেন। পরবর্তীতে তারা দেশে আসতে চাইলেও তাদেরকে আসতে দেয়নি খুনি জিয়া-মোস্তাক চক্র। পরে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসেন।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়ছে। মানবতা বিরোধী চক্রের বিচার হয়ছে এবং হচ্ছে। বহু ধারায় বিভক্ত আওয়ামী লীগ একীভূত হতে পেরেছে এবং দীর্ঘ ২১ বছর পরে হলেও আমরা ক্ষমতায় যেতে পেরেছি।
আফজাল হোসেন বলেন, ৩৪ বছর ৫ মাস ১২ দিনে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিয়ে আইনের শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তা সম্ভব হচ্চে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে। সেদিন তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশে না আসলে আমরা আজকের এ উন্নয়নশীল বাংলাদেশ দেখতে পেতাম না।
এ সভায় আরো বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি কামরুল হোসেন বকুল, অন্যতম সহ-সভাপতি মো. শাহেদ আলী, সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী, অন্যতম সহ-সভাপতি আকরাম খাঁন, সহ-সভাপতি শাহজাহান রহমান, সহ-সভাপতি নুরুল হক ভুঁইয়া, অন্যতম সহ-সভাপতি আর্টিস্ট শোভা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, অধ্যাপক অপু আলম, মাসুদ হায়দার, ফয়সাল উদ্দিন। এ ছাড়াও প্যারিস নগর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।
মন্তব্য করুন