- বাংলাদেশ
- সাবেক ঢাবি অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
সাবেক ঢাবি অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন

অধ্যাপক আনোয়ার হোসেন -ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক শহীদুল জানান, শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন ফেলো এবং বাংলাদেশ গণিত সমিতির সাবেক সভাপতি। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন গাণিতিক সমীকরণ এবং এর বাস্তব জীবনে প্রয়োগের ওপর তার বেশ কয়েকটি গবেষণা জার্নাল রয়েছে।
অধ্যাপক আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
মন্তব্য করুন