- বাংলাদেশ
- এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞাও উঠল
এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞাও উঠল

ফাইল ছবি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় এক ইঞ্জিনচালিত নৌযান ব্যতীত অন্যান্য সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বৃহস্পতিবারই তুলে নেওয়া হয়েছিল। এবার এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শুক্রবার সকাল গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে প্রায় দুই দিন বন্ধ রাখার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এক ইঞ্জিন ব্যতীত অন্যান্য যাত্রীবাহী
নৌযান চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ
(বিআইডব্লিউটিএ)। এতে বৃহস্পতিবার থেকেই এক ইঞ্জিনচালিত নৌযান ব্যতীত অন্যান্য সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়।
ঘূর্ণিঝড়ের ইয়াসের আঘাত হানার আশঙ্কায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে
সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ভারতের উডিশায় আঘাত হেনেছে এই
ঘূর্ণিঝড়। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে ঝড় ও জলোচ্ছ্বাস হয়েছে।
মন্তব্য করুন