- বাংলাদেশ
- ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় দ্রুত সংস্কারকাজ চলছে: পানি সম্পদ উপমন্ত্রী
ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় দ্রুত সংস্কারকাজ চলছে: পানি সম্পদ উপমন্ত্রী

পদ্মা নদীর জাজিরা-নড়িয়া ডান তীর রক্ষা প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম -সমকাল
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, ঘূর্ণিঝড় 'ইয়াস' এ ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ড দ্রুত সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে ওইসব এলাকায় প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সংস্কারের জন্য যা যা করণীয় তা করা হচ্ছে। তবে উন্নয়নকাজে কোনো গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না।
শুক্রবার সকালে পদ্মা নদীর জাজিরা-নড়িয়া ডান তীর রক্ষা প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওই সময় তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকেন। তার নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় আগাম সব প্রস্তুতি নিয়েছিল। এর অংশ হিসেবে উপকূলীয় জেলাগুলোর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে প্রস্তুত রাখা হয়েছিল। যাতে মানুষের জানমাল সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে দ্রুত সংস্কার কার্যক্রম চলছে।
এসময় উপমন্ত্রীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পশ্চিম) আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর অঞ্চল) শাহিদুল আলম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সাংসদ এনামুল হক শামীম পরে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংস্কার করা কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে অংশ নেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা (অনূর্ধ্ব -১৭)-২০২১ এর উদ্বোধন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাতেও অংশ নেন।
এ ছাড়া শুক্রবার তিনি নড়িয়ার কলুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বর্ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজের উদ্বোধন, সখিপুরের দক্ষিণ তারাবুনিয়া পরিষদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ এবং সখিপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
মন্তব্য করুন