ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আচরণবিধি লঙ্ঘন

জবাব দিলেন গোলাম দস্তগীর, এনামুর, নিক্সন সাকিবসহ পাঁচজন

জবাব দিলেন গোলাম দস্তগীর, এনামুর, নিক্সন সাকিবসহ পাঁচজন

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০১:২১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ০৭:৪৭

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী, ডা. মো. এনামুর রহমান, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গতকাল শুক্রবার পৃথকভাবে তারা সংশ্লিষ্ট আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে জবাব দেন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে আওয়ামী লীগের তিন প্রার্থী ও চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীকে।

গত ২৯ নভেম্বর রূপগঞ্জ উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেন তাঁর অনুসারী আওয়ামী লীগ নেতা গোলাম রসুল কলির গানম্যান আশিকুজ্জামান। এ ঘটনায় পরদিন তাঁকে শোকজ করেন এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান। গতকাল কমিটির কাছে গোলাম দস্তগীর গাজীর পক্ষে তাঁর এক প্রতিনিধি লিখিত ব্যাখ্যা দেন বলে জানিয়েছেন আদালতের পেশকার ইবনে সাউদ।

এদিকে মিছিলে প্রদর্শন করা আগ্নেয়াস্ত্র বাতিলের সুপারিশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। গতকাল তাঁর স্বাক্ষরিত সুপারিশপত্র নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। মাহমুদুল হক বলেন, আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স নড়াইল জেলা থেকে ইস্যু করা। এ জন্য নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটকে লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।

গতকাল নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি আগামীতে আচরণবিধি পালনে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।

ফরিদপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর কার্যালয়ে হাজির হয়ে গতকাল লিখিত ব্যাখ্যা দেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। পরে সাংবাদিকদের নিক্সন চৌধুরী বলেন, ‘মনোনয়নপত্র জমার দিন আমি কাউকে দাওয়াত দিইনি। কোথা থেকে এত লোক এসেছে, তা আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে রিটার্নিং কর্মকর্তার কক্ষে পাঁচজনের বেশি যাইনি। সরকার সুষ্ঠু নির্বাচন চাইছে। আমি নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করব; কর্মীদেরও এ নির্দেশনা দেব। আসলে গণমাধ্যমগুলো সাকিব ও আমাকে নিয়ে বেশি বেশি নিউজ করায় শোকজ করা হয়েছে।’

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের খাস কামরায় হাজির হয়ে গতকাল বিকেলে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম তাঁর সঙ্গে ছিলেন।

আদালত থেকে বেরিয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় এলে ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমি দুঃখিত। তবে আমি প্রথম ও নতুন প্রার্থী। নির্বাচনী আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আগামীতে এ রকম ঘটনা যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখব।’

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজির হয়ে গতকাল বিকেলে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এদিকে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় মোস্তাফিজুর রহমানের দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিএফইউজে (একাংশ) ও সিইউজে। গতকাল যৌথ বিবৃতিতে উভয় সংগঠনের নেতারা এ দাবি জানান। গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে মোস্তাফিজুর ও তাঁর অনুসারীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন।

জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বপ্রাপ্ত কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ নোটিশে তাঁর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে সামশুল হককে ব্যাখ্যা দিতে বলেছেন। গত বৃহস্পতিবার দুপুরে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে শোডাউন করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সামশুল হক চৌধুরী।

এ ছাড়া গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোশতাক আহমেদ রুহী, ঢাকা-২০ আসনে নৌকার প্রার্থী বেনজীর আহমদ ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী রনজিত সরকারকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও জেলা প্রতিনিধি]

 

whatsapp follow image

আরও পড়ুন

×