খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, 'আমার মেয়াদে কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রতিহিংসার শিকার হবেন না। কোনো অনিয়ম-দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। সবার সহযোগিতা নিয়েই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই।' 

শনিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, খুবিকে বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করার জন্য ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। করোনাভাইরাস শনাক্তে আরটি পিসিআর ল্যাব চালুর ব্যাপারেও কাজ শুরু হয়েছে। সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অর্জন, গবেষণায় সাফল্য গাথা, প্রাথমিক পরিকল্পনা, গৃহীত পদক্ষেপ এবং তা বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন প্রমুখ।