লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের পক্ষে হাইকোর্টে রিটকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন লিটনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু বিষয়টি নিশ্চিত করেন। পদ হারানো লিটন উপজেলার কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।

দলীয় সূত্র জানায়, পাপুলের পক্ষে রিট করে লিটন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই উপজেলা কমিটির জরুরি বৈঠকে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাবু, মুরাদ হোসেন মিয়াজী ও মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লিটনকে অব্যাহতি দেওয়া হয়।

অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে চার বছর সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্যপদ গত ২২ ফেব্রুয়ারি বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এরপর লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২১ জুন সেখানে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ফৌজদারি অপরাধে দণ্ডের কারণে কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ বাতিলের বৈধতা, লক্ষ্মীপুর-২ নির্বাচনী আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন তার বোন নুরুন্নাহার বেগম এবং পাপুলের মনোনয়নপত্রে প্রস্তাবকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন। শুনানির পর মঙ্গলবার হাইকোর্ট রিটটি খারিজ করে দেন।

এ প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, অব্যাহতির কাগজ তিনি এখনও হাতে পাননি। কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে তাও তাকে জানানো হয়নি। এমনকি শোকজও করা হয়নি। অন্যায়ভাবে এ অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন পদ হারানো এ নেতা।