দেশিয় স্টার্টআপে দুই থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস প্রতিষ্ঠান ইভ্যালি। 

‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট-২০২১’ (বিগ) এর মধ্যে দিয়ে এমন বিনিয়োগ শুরু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ইভ্যালি। 

এতে বলা হয়, আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিগে দেশিয় স্টার্টআপে দুই থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইভ্যালি। দেশ ও বিদেশের ৬৫টি স্টার্টাপ নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বিগ। 

এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম ডটবিডি।

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ফান্ডিং ছাড়া স্টার্টআপ  বড় হওয়া খুব কষ্টকর। আপনারা জানেন একটা স্টার্টআপ ভালো করার প্যারামিটার হলো ফান্ডিং। এ ফান্ডিংয়ে তখনই বিদেশিরা আগ্রহ প্রকাশ করবে যখন স্থানীয় বিনিয়োগকারীরা এগিয়ে আসবে। আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি যে স্টার্টআপে যেখানে বিনিয়োগের সুযোগ থাকবে সেখানে দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আমরা বিনিয়োগ করবো। আপাতত আমরা এটা বিগের  মাধ্যমে করব। পরবর্তীতে এর পরিধি আরও বাড়ানো হবে।  

সম্প্রতি ভ্রমণ ও এয়ার টিকেটিংবিষয়ক অনলাইন মার্কেটপ্লেস ফ্লাইট এক্সপার্টকে অধিগ্রহণ করেছে ইভ্যালি।


সংবাদ বিজ্ঞপ্তি