- বাংলাদেশ
- চাকরির বয়স বাড়ানোর দাবি, পুলিশি বাধায় সমাবেশ পণ্ড
চাকরির বয়স বাড়ানোর দাবি, পুলিশি বাধায় সমাবেশ পণ্ড

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে, ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে জমায়েত হওয়া শিক্ষার্থীদের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে পাস করা কয়েকশ শিক্ষার্থী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টি শুরু হলে আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। বৃষ্টির পর তারা শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন। পুলিশ তখন তাদের বাধা দেয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাকি বিল্লাহসহ দু’জনকে থানায় নিয়ে যায় পুলিশ।
আন্দোলনকারীদের সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজিদ রহমান সেতু বলেন, তারা শাহবাগ মোড় ঘুরে থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। অকথ্য ভাষায় গালাগাল করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে পুলিশ লাঠিচার্জ করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেছেন, লাঠিপেটার ঘটনাই ঘটেনি। অনুমতি না থাকায় সমাবেশ করতে দেওয়া হয়নি। কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। থানায় ডেকে দু'জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
করোনাকাল বাদ দিয়ে চাকরির বয়স হিসাবের দাবি:
করোনাকাল বাদ দিয়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের দাবিতে শুক্রবার রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক এম এইচ রিয়াদ।
সমাবেশে বক্তারা বলেছেন, করোনায় প্রায় দুই বছর ধরে বিপর্যস্ত বাংলাদেশের শিক্ষা কার্যক্রম। করোনাকালে বেশিরভাগ নিয়োগ পরীক্ষা আটকে থাকায় সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে অনেকের। অনেক মানুষ চাকরি না পেয়ে আত্মহত্যা করেছেন। যেহেতু নিয়োগ পরীক্ষার হার নেমে এসেছে, তাই করোনাকালকে লুপ্ত বছর ধরে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পর থেকে সব ব্যাচের জন্য চাকরির বয়স উন্মুক্ত করার দাবি জানাই।
মন্তব্য করুন