চলতি বছর আড়াই মাসে বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪৯ জন পুরুষ এবং ২৮ জন নারী। রয়েছে ১৩ শিশু ও ৯ কিশোর-কিশোরীও। এর মধ্যে শুধু সিরাজগঞ্জ জেলাতে গত মে এবং চলতি মাসের প্রথম সপ্তাহে বজ্রপাতে মারা যান ৬৫ জন।

শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে চলতি বছর দেশে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যুর বিষয়টি তুলে ধরে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম। দৈনিক পত্রিকা, অনলাইন নিউজপোর্টালের খবর এবং টেলিভিশনে প্রচারিত তথ্য পর্যালোচনা করে পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি ও ফেব্রয়ারি মাসে বজ্রপাতে হতাহতের ঘটনা না থাকলেও মার্চ মাসের শেষের দিক থেকে মৃত্যুর ঘটনা শুরু হয়।

সংবাদ সম্মেলনে বজ্রপাতে মৃত্যু কমিয়ে আনতে কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে আছে কোন কোন এলাকায় বজ্রপাত হতে পারে তা মোবাইল ফোনে অ্যালার্ট আকারে সংশ্নিষ্ট এলাকার মানুষকে জানানোর ব্যবস্থা করা, বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করা, গবেষণা ও পূর্বাভাস ব্যবস্থা উন্নত করতে এই খাতে বরাদ্দ বাড়ানো, ফাঁকা জায়গায় বজ্র নিরোধক ব্যবস্থাসহ আশ্রয় কেন্দ্র নির্মাণ করা।