- বাংলাদেশ
- দ্বিতীয় বর্ষে ফুড ডেলিভারি সেবা ‘ই-ফুড’
দ্বিতীয় বর্ষে ফুড ডেলিভারি সেবা ‘ই-ফুড’

অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি সেবা ‘ই-ফুড’ দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে।
দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির এই সহযোগী প্ল্যাটফর্ম ‘ই-ফুড’ প্রথম বছরে ৫৪ লাখ ফুড অর্ডার গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে।
২০২০ সালের ১২ জুন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ‘ই-ফুড’।
নিজেদের এক বছর পূর্তি উপলক্ষ্যে খাবারে আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে ই-ফুড। শনিবার ই-ফুডে সব অর্ডারে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন গ্রাহকেরা।
একইসঙ্গে ইভ্যালি হিরো রাইডাররা প্রতিটি সফল ডেলিভারিতে ‘ই-ফুড’-এর পক্ষ থেকে দ্বিগুণ ডেলিভারি ফি পাবেন। এছাড়াও ভোজনরসিকদের জন্য ‘ফুড গিফট কার্ড’ এবং প্রতি বৃহস্পতিবার খাবার অর্ডারের ওপর আকর্ষণীয় অফার নিয়ে ‘থার্সডে নাইট’ আয়োজন করে আসছে ই-ফুড।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘করোনাকালীন লকডাউনে অনেকেই রাজধানী ছেড়েছিলেন তাই রাইডার পাওয়া এবং রেস্টুরেন্টগুলোকে আমাদের প্ল্যাটফর্মে আনা; দুটোই খুব চ্যালেঞ্জিং ছিল। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে খাবার সরবরাহ করাটা করোনা সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ইভ্যালি হিরো, রেস্টুরেন্ট পার্টনার এবং সর্বোপরি গ্রাহকদের সহযোগিতায় সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি।’
ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, ২৩ জন সদস্য নিয়ে ই-ফুড এর যাত্রা শুরু হয়েছিল। এখন সেখানে পূর্ণকালীন ৮৫ জনসহ ফ্রিল্যান্সার মিলিয়ে পাঁচ হাজারের অধিক কর্মী নিয়োজিত আছেন।
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুরসহ আটটি শহরে ‘ই-ফুড’ এর কার্যক্রম চলছে এখন।
সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন