করোনাভাইরাসের কারণে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব।

ফলে এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। খবর আরব নিউজের

শনিবার সৌদি আরবের স্বাস্থ্য এবং হজ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, এবার শুধুমাত্র সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরতরা হজ করার সুযোগ পাবেন।

এ বছর মোট ৬০ হাজার মানুষ  হজ করতে পারবেন।

হজে অংশগ্রহণকারীদের অবশ্যই করোনার টিকা নিতে হবে। যারা হজ শুরুর ১৪ দিন আগে করোনার এক ডোজ টিকা নেবেন তারাও অংশগ্রহণ করতে পারবেন।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নাগরিকদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার আগে মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন।