- বাংলাদেশ
- মিটফোর্ড হাসপাতালে ৯ দালালকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
মিটফোর্ড হাসপাতালে ৯ দালালকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

সাজাপ্রাপ্ত কয়েকজন -সমকাল
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে র্যাব-১০ এর নির্বাহী মেজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাজাপ্রাপ্তরা সবাই হাসপাতালের আশপাশের ক্লিনিকগুলোর দালাল বলে স্বীকার করেছেন। তাদের মধ্যে বিল্লাল (৩০), মানিক(৪০), সুজনকে (৩২) একমাস করে সাজা প্রদান করা হয়। এছাড়া হাসান (৩১) সাইফুল (২৭), সাথী (২৫), মর্জিনা (৪০), ময়না (৪৮) ও রোখসানাকে (৪০) ১৫ দিন করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী মেজিস্ট্রেট আক্তারুজ্জামান সমকালকে বলেন, এ অভিযান চলমান রয়েছে। সামনে ক্লিনিকগুলোতেও অভিযান চালানো হবে।
মন্তব্য করুন