ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

এনআইডির কার্যক্রম চলবে আগারগাঁওয়েই: স্বরাষ্ট্রমন্ত্রী

এনআইডির কার্যক্রম চলবে আগারগাঁওয়েই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১ | ০৯:২৩

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কার্যক্রম আগারগাঁওয়ের বর্তমান কার্যালয় থেকেই চলবে। অফিস স্থানান্তরিত হবে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকেই সবকিছু তদারকি করা হবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত হলে পরে অধিদপ্তর করা হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এনআইডির মূল কাজ আগের জায়গায় (আগারগাঁও) থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্বিক বিষয় তদারকি করা হবে। এনআইডি এমন জিনিস যা কিনা ব্যাংক হিসাব খুলতে, মোবাইলের সিম কিনতে ও শনাক্ত করতেও লাগে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। অথচ এটা নিয়ে অনেকে অনেক বিতর্ক করছেন।'

তিনি আরও বলেন, এনআইডি হস্তান্তরে সরকারিভাবে সবেমাত্র সিদ্ধান্ত হয়েছে। এটার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লাগবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম শুরু করবে।

এনআইডি নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যাচ্ছে। এ বিষয়টি স্পষ্ট করে গত ২০ জুন নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এনআইডি সেবা দেওয়ার দায়িত্ব নিজেদের কাছে রাখার যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছিল ইসি।

গত ১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো পত্রে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মত নির্বাচন কমিশনের।

whatsapp follow image

আরও পড়ুন

×