ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও থেমে নেই’

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও থেমে নেই’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১ | ১০:২৮

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ‘প্রাসাদ ষড়যন্ত্র চলছে’ বলে মন্তব্য এসেছে  পলাশী দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভা থেকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ঐতিহ্য সংসদ আয়োজিত ‘আর কোন পলাশী নয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ভিনদেশের ‘অঙ্গুলি নির্দেশে’ দেশ পরিচালিত হচ্ছে।

দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে  এ আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, কবি-গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার, দৈনিক দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন।

সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘এখনও ভিন্ন নামে মীরজাফর, ঘষেটি বেগম, জগৎশেঠরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর ন্যায্য প্রাপ্তি নিয়ে ষড়যন্ত্র করছে। পলাশীর ইতিহাস তাই আমরা ভুলে যেতে পারি না। পলাশী ফিরে আসে বারবার নতুন রূপে। সুতরাং আমাদের সজাগ ও তৎপর হতে হবে।যেকোনো মূল্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বাতন্ত্র্য সুরক্ষা করতে হবে।’

ক্ষমতালোভী এই চক্রের দৌরাত্ম্য নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ট্র্যাজেডি এই যে, প্রচণ্ড ক্ষমতালোভী ও জাতীয়তাবিরোধী মীর জাফরের প্রেতাত্মারা বারবার গোর থেকে উঠে আসে। ধারাবাহিকতা রক্ষায় তাদের উত্তরসূরীরাও একই আচরণ অব্যাহত রাখে। তারা এ দেশকে কলোনি বানাবার স্বপ্নে বিভোর। তাই পলাশীর চেতনার নির্যাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, ‘মীর জাফরদের মতো বিশ্বাসঘাতকরা এখনো আমাদের চারপাশে রয়েছে। তাদের কবল থেকে দেশকে রক্ষায় নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় আদর্শবান হতে হবে। আমাদেরকে অর্জন করতে হবে জাতীয় ঐক্যের শক্তি। নিজেদের মধ্যে সকল প্রকার হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদকে ভুলে দেশের জন্য কাজ করতে হবে।’

সভার বিনা বিচারে হত্যাকাণ্ড ও নাগরিকদের ভোটাধিকার নিয়েও আলোচনা করেন বক্তারা।


whatsapp follow image

আরও পড়ুন

×