প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী কর্মীদের জন্য করোনার ভ্যাকসিন পেতে সর্বাত্মক চেষ্টা চলছে। এক মাসের মধ্যে টিকা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব নেই, কাজ চলছে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে সৌদি আরব গিয়ে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা কর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ভর্তুকি বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। ২৩ জুন পর্যন্ত প্রায় ১০ হাজার কর্মী ভর্তুকির টাকা পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রী ২২ কর্মীর প্রতিনিধির হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা যাতে সহজে কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য নিয়োগকারী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যেন এক ডোজ টিকা নিয়ে কর্মস্থলে যেতে পারেন- সেই ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তার নির্দেশনায় কর্মীদের ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে; যা সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বহনে সহায়ক হবে।

টিকা পেতে প্রবাসীরা ভোগান্তিতে পড়ছেন- এ অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের জারি করা একটি বিভ্রান্তিকর সার্কুলারের কারণে এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে। এতে অনেকে ভোগান্তিতে পড়েছেন। মন্ত্রণালয় এমন বিজ্ঞপ্তি দেয়নি।

প্রবাসীকল্যাণ সচিব ড. মুনিরুছ সালেহীন বলেন, বিদেশগামী যে কর্মীদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা যাতে পাসপোর্ট বা বিএমইটির স্মার্টকার্ড দিয়ে টিকা পেতে নিবন্ধন করতে পারেন সেজন্য কাজ চলছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচারক শহীদুল আলম, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক, বোয়েসেরেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ।