- বাংলাদেশ
- ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি ২৪ অক্টোবর
রমনা বটমূলে বোমা হামলা
ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি ২৪ অক্টোবর

ফাইল ছবি
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আর কতবার সময় চাইবে- এমন প্রশ্নও তুলেছেন হাইকোর্ট। আপিল শুনানির জন্য মামলাটি ৩৭৫ বার কার্যতালিকায় এলেও শুনানি শেষ হয়নি।
রাষ্ট্রপক্ষ থেকে তিন মাস সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রমনা বটমূলের মামলার আপিল শুনানির জন্য ২০১৭ সালের ৮ জানুয়ারি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এর পর ওই বছরের ১৪ মার্চ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিনও ধার্য হয়। কিন্তু তারপর আর এগোয়নি। এর পর মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন আদালত। পরে সেটি হাইকোর্টের অপর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে যায়। সেখানে দীর্ঘ দিন থাকার পরও মামলাটি শুনানির জন্য ওঠেনি। পরে ওই আদালতের বিচারপতি রদবদল হওয়ায় মামলাটির আর শুনানি হয়নি।
মন্তব্য করুন