- বাংলাদেশ
- অরিত্রী আত্মহত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ ৪ জুলাই
অরিত্রী আত্মহত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ ৪ জুলাই

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচণার মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মামলাটির সাক্ষ্যগ্রহণ এতদিন বন্ধ ছিল। আদালতের বিচার কার্যক্রম চালু হওয়ায় নতুন এ দিন ধার্য হল।
মামলার অভিযুক্তরা হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিন্নাত আরা। এর আগে গত বছরের ১৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মন্তব্য করুন