ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বিচারক মাকছুদা পারভীন বৃহস্পতিবার এ আদেশ দেন।

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মামলাটির যুক্তি উপস্থাপন শুনানি এতদিন বন্ধ ছিল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টোদিকে ফুটপাতে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হন লেখক হুমায়ুন আজাদ। 

এ হামলায় পর তিনি ২২ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা নেওয়ার পর ওই বছরের ১২ আগষ্ট তিনি জার্মানির মিউনিখে মারা যান। 

ওই ঘটনার পরদিন তার ছোট ভাই মঞ্জুর কবির বাদী হয়ে রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

এছাড়া একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনেও একটি মামলা দায়ের করা হয়েছে।