করোনার বিস্তার রোধে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার থেকে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে শপিংমল, পর্যটন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার।

সোমবার সকাল ৬টা থেকে আগামী তিন দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে।

সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। অফিসের নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা-নেয়া করতে হবে।

খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু খাবার পার্সেল বিক্রি করতে পারবে।