- বাংলাদেশ
- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে মানববন্ধন

মানববন্ধনে শিক্ষার্থীরা- সমকাল
মহামারি বিবেচনায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ দাবিতে রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তারা।
'চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ চাই'-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক আকাইদ আকন্দের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক তানভির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, সুমনা রহমান, মারজিয়া মুন, মানিক রিপন, সাদেকুল ইসলাম, শারমীন সুলতানা, কাজী কামরুন্নাহার, নিতাই সরকার, আলমগীর হোসেন, ওমর ফারুক, বাকী বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে নেতারা বলেন, করোনাকালের অচলাবস্থায় চাকরিপ্রত্যাশীরা এরই মধ্যে দেড় বছর হারিয়ে ফেলেছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হওয়ায় দেড় লাখ তরুণ-তরুণী চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ হারাতে বসেছেন।
তারা বলেন, সরকারি চাকরিতে অবসরের বয়স দুই বছর বাড়ানোর কারণে প্রবেশের বয়স বাড়ালেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের হার ৮৭ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে নেমেছে আর বেকারত্বের হার ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। তারা বলেন, চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে দুই বছর বাড়িয়ে ৩২ বছর করলে সবাই তাদের হারিয়ে যাওয়া দুই বছর ফিরে পাবে।
মানববন্ধন থেকে এ দাবিতে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন এবং আগামী মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে মৌন সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য করুন