- বাংলাদেশ
- পোশাক শ্রমিকবাহী স্বল্প দূরত্বের গাড়ি চলবে
পোশাক শ্রমিকবাহী স্বল্প দূরত্বের গাড়ি চলবে

সীমিত পর্যায়ের লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা এলেও পোশাক শ্রমিকবাহী স্বল্প দূরত্বের গাড়ি চলবে।
নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ হাতেম রোববার রাতে সমকালকে বলেন, ‘গত শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে মন্ত্রী নিজেই বিষয়টি পরিস্কার করেছেন। গণপরিবহন সোমবার সকাল ৬টা থেকে আগামী ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকলেও কলকারখানার শ্রমিক-কর্মচারীদের বহনকারী পরিবহন চলাচলে কোনো বাধা নেই। অবশ্য রাজধানী থেকে অন্য কোনো জেলায় এ ধরনের পরিবহন চলাচল করতে পারবে না।’
সরকারের এ সিদ্ধান্তের ভিত্তিতেই পোশাক কারখানার স্বল্প দূরত্বের পরিবহন চলাচল করবে বলে জানান তিনি।
মোহাম্মদ হাতেম বলেন, ‘পোশাক কারখানার বেশিরভাগ শ্রমিকই কারখানার আশ-পাশের এলাকায় বসবাস করেন। হেঁটেই তারা কারখানায় আসা-যাওয়া করেন। কেউ সাইকেলে বা রিকশায় আসেন। কিছুটা দূরে বসবাসকারী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করা হয়। এ রকম দূরত্বের মধ্যে বাস চলাচল করতে কোনো বাধা নেই। ফলে শ্রমিকদের আসা-যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না।’
ঢাকা থেকে যেসব কর্মকর্তা গাজীপুর কিংবা সাভারে কারখানায় যাতায়াত করবেন তারা পরিবহন সংকটে পড়বেন।
মোহাম্মদ হাতেম জানান, এ বিষয়ে সরকারের বিশেষ অনুমতি চাইবেন তারা। সেটা পাওয়া না গেলে কারখানার ভেতরেই তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে বিকেএমইএর পক্ষ থেকে।
মন্তব্য করুন