- বাংলাদেশ
- প্রতিবন্ধীদের তৈরি 'মুক্তা পানি' নিয়ে বিজ্ঞাপন
প্রতিবন্ধীদের তৈরি 'মুক্তা পানি' নিয়ে বিজ্ঞাপন
প্রতিবন্ধীদের তৈরি 'মুক্তা পানি'
Posted by Samakal on Monday, June 28, 2021
মুক্তা পানি। দেশের প্রতিবন্ধীরা তৈরী করেছেন এই পণ্য। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের উৎপাদিত ব্র্যান্ড 'মুক্তা পানি'। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী।
মুক্তা পানি থেকে আয়কৃত অর্থের পুরোটাই ব্যয় হয় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। আসুন প্রয়োজনীয় ক্ষেত্রে সবাই মুক্তা ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার ব্যবহার করি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে মুক্তা পানির এই বিজ্ঞাপনচিত্রটি। পরিচালনা করেছেন নির্মাতা রবিন খান। তিনি বলেন, 'যেহেতু শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে মুক্তা পানি থেকে আয়কৃত অর্থ ব্যয় করা হয়, তাই বিজ্ঞাপনচিত্রটির নির্মাণে আমি পারিশ্রমিকের কথা চিন্তা করিনি।'
মন্তব্য করুন