করোনার বিস্তার রোধে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাত দিনের কঠোর লকডাউনে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ থাকবে। তবে চালু থাকবে আন্তর্জাতিক রুটের ফ্লাইট। 

বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনার সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন বন্ধ থাকবে এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন। 

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। তবে জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।