- বাংলাদেশ
- প্রথম ধাপে চীন থেকে আসছে ২০ লাখ টিকা
প্রথম ধাপে চীন থেকে আসছে ২০ লাখ টিকা

চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালান শিগগরিই দেশে আসছে। প্রথম চালানে ২০ লাখ টিকা আসবে দেশে।
ঢাকায় চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান বুধবার ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
নিজের ওয়ালে হুয়ালং ইয়ান লিখেছেন, বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে বাংলাদেশে আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা। বাংলাদেশে পাঠানোর জন্য এসব টিকা চীনের রাজধানী বেইজিংয়ে প্রস্তুত করা আছে। করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে চীন।
সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে বাংলাদেশ।
চীন গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেয়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়।
মন্তব্য করুন