পরীমণি ইস্যুতে রাজধানীর দক্ষিণখান থানায় মানব পাচার ও পাসপোর্ট আইনের দুই মামলায় আসামি তুহিন সিদ্দিকী অমিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন পৃথক দুই আদালত। 

বুধবার মানব পাচার আইনে মামলায় এক আদালত দু'দিন এবং অপর আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দক্ষিণখান থানায় মানব পাচার ও পাসপোর্ট আইনের পৃথক দুই মামলায় তাদের ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের এ আদেশ দেন।

অভিযোগে জানা যায়, অমি ও তার সহযোগীরা বেশি বেতনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিল। কিন্তু তারা ভিকটিমদের চাকরি না দিয়ে বিভিন্ন দেশে পাচার করে দেয়। এ ছাড়া তারা অনেক নিরীহ মানুষকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে।