- বাংলাদেশ
- হাবিপ্রবির নতুন ভিসি ড. মো. কামরুজ্জামান
হাবিপ্রবির নতুন ভিসি ড. মো. কামরুজ্জামান

অধ্যাপক ড. মো. কামরুজ্জামান
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. নূর-ই-আল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
হাবিপ্রবির ভিসি নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। তিনি হাবিপ্রবিতে আগামী ৪ বছর ভিসির দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতাকর্মীদের আন্দোলনের মুখে মেয়াদ পূরণ হওয়ার ১৮ দিন আগে রাতের আঁধারে স্বস্ত্রীক ক্যাম্পাস ত্যাগ করেন হাবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড. মু. আবুল কাশেম। এরপর ২২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার উপসচিব নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে ভিসির (রুটিন দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন