অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে আলাদাভাবে মামলা দুটি করেন।

এজাহারে বলা হয়, অনুসন্ধানে মোতালেব হোসেনের নামে ৪১ লাখ ২৩ হাজার ৩৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ পাওয়া গেছে। তিনি দুদকে ৭৪ লাখ ২৬ হাজার ৫৪৯ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। গোপন করেছিলেন ১০ লাখ ৭৯ হাজার ৩৭৮ টাকার সম্পদ।

অপর মামলায় মোতালেব হোসেনের স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এজাহারে বলা হয়, ইসরাত জাহান দুদকে মোট তিন কোটি আট লাখ ১০ হাজার ৫৭ টাকার সম্পদের হিসাব পেশ করেছিলেন। অনুসন্ধানে দেখা গেছে, দুদকে দাখিল করা পুরো টাকার সম্পদই তিনি অবৈধভাবে অর্জন করেছেন। গোপন করেছিলেন ৯৯ লাখ ৯৮ হাজার ২৫৬ টাকার সম্পদ।

জানা গেছে, ইসরাত জাহান একজন গৃহিণী। তার আয়ের কোনো উৎস নেই। পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন চাকরিকালে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখেছেন।

তাদের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দুটি করা হয়।