করোনাভাইরাসের বিস্তার রোধে বৃহস্পতিবার থেকে সাত দিনের সরকারি বিধিনিষেধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব কার্যক্রম স্থগিত করা হয়। আদেশে বলা হয়, ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ মাস থেকে শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস-পরীক্ষা নেওয়া যাচ্ছে না। এর বিকল্প হিসেবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট (হোমওয়ার্ক) দেওয়া হচ্ছে। যার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

এর আগে ২৩ জুন দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম বিষয়ে নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়। তবে করোনার ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

এতে অনলাইনেও অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করছেন মাউশির কর্মকর্তারা। তাই মন্ত্রিপরিষদ বিভাগের বিধিনিষেধ-সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।