প্রকৌশলী ফজলুর রশিদ বুধবার পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে কর্মরত ছিলেন। 

ফজলুর রশিদ ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রথম শ্রেণিতে বি.এসসি ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৮ সালে ইউনেস্কো আইএইচই ( IHE ), ডেলফ্‌ট, নেদারল্যান্ডস থেকে হাইড্রোইনফরমেটিপে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ১৯৮৮ সালে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি ডিজাইন, পরিকল্পনা, মনিটরিং, হাইড্রোলজি, নদীতীর সংরক্ষণ, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন প্রকল্প বাস্তবায়ন, পরিচালন, রক্ষণাবেক্ষণসহ সদর দপ্তর এবং মাঠ পর্যায়ের দপ্তরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ২০১১ সালে যশোর ও সাতক্ষীরা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতী নদী ড্রেজিংকাজে দু'দেশের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 

পানি উন্নয়ন বোর্ডে প্রায় ৩৩ বছরের চাকরিজীবনে তিনি জাপান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, তানজানিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি