টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া মডার্নার টিকার ২৫ লাখ ডোজ দুটি ফ্লাইটে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পথে রয়েছে মডার্নার টিকা। আগামী ২ ও ৩ জুলাই এসব টিকা ঢাকায় পৌঁছাবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী টিকা পায়নি বাংলাদেশ। চুক্তি অনুযায়ী অক্সফোর্ডের টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজ পাওয়ার কথা ছিল। জানুয়ারিতে ৫০ লাখ এবং ফেব্রুয়ারিতে ২০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। আর দুই দফায় ভারত সরকারের উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। এরপর বিকল্প উৎসের সন্ধানে নামে সরকার। এরই অংশ হিসেবে চীনের সিনোফার্মের দেড় কোটি ডোজ কেনার চুক্তি হয়েছে। এ ছাড়া দু'দফায় চীন থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। একই সঙ্গে কোভ্যাক্স থেকে ফাইজারের টিকার এক লাখ ৬২০ ডোজ আসে। 

যুক্তরাষ্ট্র থেকে টিকা আসছে, রাশিয়ার সঙ্গেও টিকা কেনার বিষয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে টিকা সংকট দূর হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।