- বাংলাদেশ
- ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান
ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান

অধ্যাপক ড. মাহবুবুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। একইদিন বিকেলে তিনি এ পদে যোগদান করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুসারে আগামী চার বছরের জন্য অধ্যাপক মাহবুবুর রহমান উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবেও দায়ত্ব পালন করছেন।
মন্তব্য করুন