ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে: জাতিসংঘ 

অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে: জাতিসংঘ 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ২১:৩৮

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন সবার অংশগ্রহণে হতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের মানুষ যাতে মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ৩ হাজার প্রার্থীর অংশগ্রহণকে জাতিসংঘ অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচনা করছে কিনা– জানতে চাইলে ডুজারিক বলেন, তিনি আগে যা বলেছেন, আবারও তা-ই বলছেন। সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যারা অংশ নেবেন– জনগণ, রাজনৈতিক দল, গণমাধ্যম– সবাই যাতে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে পারেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ।

বিএনপির সহিংস কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের কোনো পরামর্শ আছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজ– যারা নির্বাচনের সঙ্গে জড়িত, সবাইকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ তার অধিকার মুক্তভাবে প্রয়োগ করতে পারে; মানুষ যাতে মুক্তভাবে ভোট দিতে পারে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে সবাইকে একত্রে কাজ করতে হবে। 

whatsapp follow image

আরও পড়ুন

×