বাম গণতান্ত্রিক জোট শনিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংহতি সমাবেশ করবে। 

মার্কিন সাম্রাজ্যবাদের মদদে কিউবায় প্রতিবিপ্লবী অভ্যুত্থানের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং কিউবার বিপ্লবী জনগণ ও সরকারের প্রতি সমর্থন জানিয়ে এই সংহতি সমাবেশ হবে।

বাম জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে সংহতি সমাবেশে উপস্থিত হয়ে কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বাম জোটের শরিক দলগুলোর নেতাকর্মী-সমর্থক ও দেশের সাম্রাজ্যবাদবিরোধী গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।