- বাংলাদেশ
- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

প্রতীকী ছবি
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসেকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তা কলম্বোতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম রাজাপাকসের হাতে উপহারের আম হস্তান্তর করেন। এ সময় উপহারের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। এই উপহারকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন রাজাপাকসে।
এর আগে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন