বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ১৬ মাসের মধ্যে সদ্য সমাপ্ত হওয়া জুলাই মাসেই করোনায় সবচেয়ে বেশি রোগী শনাক্তের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এক মাসে এত মৃত্যু ও নতুন শনাক্ত হওয়া রোগী দেশে এর আগে দেখা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক দৈনিক বুলেটিনে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের শুধু জুলাই মাসেই মৃত্যুর সংখ্যা এ বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের প্রায় সমান।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৬ হাজার ৯৪৪ জন মারা গেছেন। আর শুধু জুলাইয়েই মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮২ জনের।

শনাক্তের ক্ষেত্রেও একই রকম চিত্র ছিল জুলাই মাসে। গত ছয় মাসে মোট ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জন শনাক্ত হয়েছেন। কিন্তু শুধু জুলাই মাসেই শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ২২৬ নতুন রোগী।

গত বছরও জুলাই মাসেই সংক্রমণ ও মৃত্যু সবচাইতে বেশি ছিল। কিন্তু এ বছরের জুলাই মাসে গত জুলাইয়ের তুলনায় মৃত্যু চারগুণ আর শনাক্ত তিনগুণ বেশি।