- বাংলাদেশ
- করোনায় গণস্বাস্থ্যের চিকিৎসকের মৃত্যু
করোনায় গণস্বাস্থ্যের চিকিৎসকের মৃত্যু

ডা. নাজিব মোহাম্মদ
গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) বিভাগীয় প্রধান ডা. নাজিব মোহাম্মদ (৬৬) মারা গেছেন (ইন্না… রাজিউন)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
করোনাজনিত জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক নাজিব। তিনি সৌদি আরবের কিং ফয়সল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকরি করেছেন।
নাজিব মোহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমণের পর থেকে এখন পর্যন্ত কভিডে আক্রান্ত হয়ে ১৭২ জন চিকিৎসক মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮০ জন।
মন্তব্য করুন