- বাংলাদেশ
- ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীদের টিকা নিতে নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীদের টিকা নিতে নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষা মন্ত্রণালয় ১৮ বছর এবং এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে করোনার বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকা গ্রহণ ও অন্যদের প্রতিষেধকটি নিতে উদ্বুদ্ধ করতে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়।
আদেশে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করবেন। এ ছাড়া শিক্ষকরা অনলাইনে বা ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের সদস্যদের কভিড-১৯ এ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ টিকা গ্রহণে উদ্বুদ্ধ করবেন।
আদেশে সব দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের টিকা গ্রহণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়।
মন্তব্য করুন