রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে নিয়োগ পাওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের যোগদানের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপুর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

স্মারকলিপিতে নিয়োগপ্রাপ্তদের পক্ষে স্বাক্ষর করা সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ বলেছেন, আমাদের যোগদান স্থগিত করতে শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশ দেয়নি। সাবেক রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা স্বপ্রণোদিত হয়ে যোগদানে স্থগিতাদেশ দিয়েছেন। সেজন্য শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন আমাদের যোগদানের ব্যাপারে উদ্যোগ নেন।

গত মে নিজের শেষ কর্মদিবসে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন সাবেক উপাচার্য এম আব্দুস সোবহান। ওইদিনই এ নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি ২৩ মে তাদের প্রতিবেদন জমা দেয় এবং সাবেক উপাচার্যসহ নিয়োগকাণ্ডে জড়িতদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। একই সঙ্গে সাবেক উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়। ৬ মে তৎকালীন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা রুটিন উপাচার্যের দায়িত্ব পান। ৮ মে তিনি নিয়োগ পাওয়া ১৩৮ জনের যোগদানের ওপর স্থগিতাদেশ দেন।