ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা 'কোভ্যাক্সিন' বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। বিএমআরসি সভাপতি অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী সোমবার রাতে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। 

কয়েক মাস আগে এই টিকা ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে অনুমতি চেয়েছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

এই ট্রায়ালের প্রধান গবেষক হিসেবে থাকবেন আইসিডিডিআরবির বিজ্ঞানী কে জামান। তবে কবে নাগাদ এই ট্রায়াল শুরু হবে, সেটি এখনো নিশ্চিত করেনি আইসিডিডিআরবি।

ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ যৌথভাবে 'কোভ্যাক্সিন' নামের এ করোনার টিকা উদ্ভাবন করেছে। এরই মধ্যে ভারতে এই টিকা ব্যবহার শুরু হয়েছে।