চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা পরীক্ষা ১০ আগস্ট আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। করোনা পরিস্থিতির কারণে এর আগে একাধিকবার পেছানো হয় এই ভাইভার তারিখ। 

মঙ্গলবার পিএসসির বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। করোনার কারণে ১৮ মে প্রথমবার এই বিসিএসের ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন আবার ভাইভা শুরু হয়।

১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন তা স্থগিত করা হয়। দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি।