- বাংলাদেশ
- ইউএস-বাংলার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে শুক্রবার থেকে
ইউএস-বাংলার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে শুক্রবার থেকে

স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স শুক্রবার থেকে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ঢাকা থেকে পরিচালিত রুটগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহী।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সমকালকে বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ৭২ আসন বিশিষ্ট ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।
ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।
অভ্যন্তরীণ রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুট রয়েছে কলকাতা, চেন্নাই, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক ও গুয়াংজু।
মন্তব্য করুন