দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ২৮৪ ডোজ। 

শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টিকার প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন এবং টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৩১৫ জন।

এদিকে শনিবার দেশব্যাপী গণটিকা দেওয়া শুরু হয়েছে; এদিন প্রায় ২৭ লাখ ৮৩ হাজার মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৫৪ হাজার মানুষকে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ হাজার ৭৯ জন। টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার ৬৭৪ জন।

গণটিকার অংশ হিসেবে একদিনেই দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে টিকার ২৫ লাখ ২১ হাজার ৪৯৬ ডোজ। মডার্নার টিকা শনিবার দেওয়া হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৭২১ ডোজ।