- বাংলাদেশ
- ব্যারিস্টার আশরাফের মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা আপিল বিভাগের
আদালত অবমাননার অভিযোগ
ব্যারিস্টার আশরাফের মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা আপিল বিভাগের

ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের যে কোনো আদালতে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আপিল বিভাগ। পাশাপাশি একইদিন তার বিরুদ্ধে ওঠা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ রোববার এই আদেশ দেন। এদিন আইনজীবী আশরাফ আদালতের তলবাদেশে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করেন। পরে শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে দুই সপ্তাহের সময় প্রার্থনা করেন। এরপর আদালত আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।
আদালতে আশরাফুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আওসাফুর রহমান ও মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
এদিকে আদালতের পূর্বের আদেশ অনুসারে আইনজীবী আশরাফুল ইসলামের ৫টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একটি থেকে প্রধান বিচারপতিকে নিয়ে করা স্ট্যাটাস মুছে ফেলা হয়েছে বলে আদালতকে জানিয়েছে বিটিআরসি।
এর আগে সম্প্রতি করোনাকালে ঘরে বসে আদালত পরিচালনার ব্যবস্থাপনার বিষয়ে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম। পরে ১৫ জুলাই অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ওই আইনজীবীর ফেসবুক পোস্ট আপিল বিভাগের নজরে আনেন। এরই ধারাবাহিকতায় ওই আইনজীবীকে তলবের পাশাপাশি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আপিল বিভাগ।
মন্তব্য করুন