দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে্ নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জনে। মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।

এর আগে শনিবার ২৪১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১, মঙ্গলবার ২৩৫ ও সোমবার ২৪৬ জনের মৃত্যু হয়।

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যু সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের।

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বাড়ায় শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে। ৪২ হাজার মানুষের নমুনা পরীক্ষা করে ১০ হাজার ২৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এক্ষেত্রে শনাক্ত হার ২৪ দশমিক ৫২ শতাংশ।

সরকারি হিসেবে গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৬ হাজার ৬২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি; ১০৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৯ জন, খুলনা বিভাগে ৩০ জন। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে ওই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।